ঈদযাত্রায় এবার ট্রেনের কোনো টিকিট কালোবাজারি হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, “ঈদযাত্রার সময় প্রতি বছর ট্রেনের টিকিট কালোবাজারি সিন্ডিকেট গড়ে ওঠে। এতে রেলওয়ের লোকজনও জড়িয়ে পড়ে। এবার সেটা কঠোরভাবে নজরদারি করা হয়েছে। রেলের কেউ এসবে জড়াতে পারেনি। ফলে যাত্রীদের অসুবিধায় পড়তে হয়নি।”
রোববার (৩০ মার্চ) সকালে ঢাকার কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর আলম বলেন, “শিডিউল বিপর্যয় ছাড়া সময়মতো সব ট্রেন ছেড়ে যাচ্ছে। ভোগান্তিহীন ঈদ যাত্রায় স্বস্তির কথা বলছেন যাত্রীরা। ঘরমুখো মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছেন।
ঈদের জামাত ঘিরে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পথে পথে চাঁদাবাজি চলত, গাড়ি থামানো হতো। সেটা কিন্তু এবার নেই। দুর্নীতিতে জিরো টলারেন্স নীতির কারণেই কেউ এটা করার সুযোগ ও সাহস পায়নি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। তারা নির্দেশনা মোতাবেক ভালো কাজ করছেন। সব মিলিয়ে ঈদযাত্রায় আমরা ইতিবাচক ফলাফল পাচ্ছি।”
এরপর সদরঘাট পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নৌপথেও এবারের ঈদযাত্রা স্বাস্তিদায়ক। এরইমধ্যে ১০ লাখ যাত্রী নৌপথে গ্রামে গেছেন। ভাড়া নিয়েও কোনো অসন্তোষ নেই।”