• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাড়ে ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৩, ০৯:৫৬ পিএম
সাড়ে ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

রাজধানীর তেজগাঁওয়ে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুতের ঘটনার সাড়ে ৪ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে সিঙ্গেল লাইনে ঢাকার রেল যোগাযোগ চালু হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা থেকে এক লাইন দিয়ে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।

মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, বিকেল ৪টা ৫০ মিনিটে ডাউন লাইনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের সঙ্গে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনের ধাক্কা লাগে। এ সময় ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়। এরপর বিকেল পাঁচটা থেকে সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সাড়ে ৪ ঘণ্টার চেষ্টায় একটি লাইন ক্লিয়ার করা হয়েছে। সেটি দিয়ে আপাতত ট্রেন চলাচল শুরু হয়েছে।

আরেকটি লাইন ক্লিয়ারে কাজ চলছে বলেও জানান এ রেল কর্মকর্তা।

Link copied!