• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত করতে ট্রেনে আগুন : বিপ্লব বড়ুয়া


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৪, ০৫:২০ পিএম
নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত করতে ট্রেনে আগুন : বিপ্লব বড়ুয়া
দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ছে বেনাপোল এক্সপ্রেস। ছবি : সংগৃহীত

নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত করতে ট্রেনে আগুন দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি বলেছেন, “ট্রেনে আগুন দেওয়ার ঘটনা যারা করে, তারা মানুষ হতে পারে না। কোনো রাজনৈতিক দল এটি করতে পারে না। তারা সন্ত্রাসী গোষ্ঠী।”

শনিবার (৬ জানুয়ারি) আওয়ামী লীগের প্রতিনিধিদলের বার্ন ইনস্টিটিউট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

বিপ্লব বড়ুয়া বলেন, “ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। সব ষড়যন্ত্র প্রত্যাখ্যান করে মানুষ ভোটাধিকার প্রয়োগ করবেন, এটাই প্রত্যাশা। যারা দায়ী, তাদের শাস্তির আওতায় আনতে নির্বাচন কমিশনে অনুরোধ জানিয়েছি। ভোট দেওয়া বাধাগ্রস্ত করতে ভীতিকর পরিবেশ সৃষ্টি করতেই এই ঘটনা। জাতীয় ঐকমত্য তৈরি করে সামাজিক ও রাজনৈতিক ঐকমত্য তৈরি করতে হবে।”

এর আগে শুক্রবার (৫ জানুয়ারি) রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই নারী, এক শিশুসহ অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ ব্যক্তিসহ তাড়াহুড়া করে নামতে গিয়ে আহত যাত্রীদের আশপাশের হাসপাতালসহ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

Link copied!