• ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১, ৮ শাওয়াল ১৪৪৬

ভারতীয়দের বাধায় আমদানি-রপ্তানি বন্ধ, লোকসান গুনছেন ব্যবসায়ীরা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪, ০৪:৫৪ পিএম
ভারতীয়দের বাধায় আমদানি-রপ্তানি বন্ধ, লোকসান গুনছেন ব্যবসায়ীরা
তামাবিল স্থলবন্দর। ছবি : সংগৃহীত

ভারতীয়দের বাধার মুখে শেওলা স্থলবন্দর ও জকিগঞ্জ শুল্কস্টেশন দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এ ছাড়া সিলেটের ৩টি স্টেশন দিয়েও বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি। এ অবস্থায় ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে।

আমদানিকারক সূত্রে জানা যায়, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কথিত অভিযোগ ও ইসকন থেকে বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের দাবিতে গত রোববার ভারতের করিমগঞ্জ জেলার সুতারকান্দি শুল্ক স্টেশনে মিছিল নিয়ে জড়ো হন কয়েকশ’ লোক। পরে সীমান্ত এলাকায় বিক্ষোভ করেন তারা। এসময় ভারতীয় বিক্ষোভকারীরা প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সুতারকান্দি শুল্ক স্টেশন দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।

একই পরিস্থিতি সৃষ্টি হয় ভারতের করিমগঞ্জ শুল্ক স্টেশনে। ওই স্টেশন দিয়েও আমদানি-রপ্তানি বন্ধ হয়।

এ বিষয়ে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক এবং পাথর আমদানিকারক গ্রুপের সভাপতি আতিক হোসেন গণমাধ্যমকে জানান, ইসকন ইস্যুতে ভারতের সুতারকান্দি ও করিমগঞ্জ বর্ডার দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ভারতীয় লোকজনের বাধার মুখে ভারত থেকে বাংলাদেশে কিংবা বাংলাদেশ থেকে ভারতে কোনো পণ্যবাহী গাড়ি ঢুকতে পারছে না। সিলেটের তামাবিল স্থলবন্দরে পণ্য পরিমাপ নিয়ে অসন্তোষের জের ধরে পণ্য আমদানি বন্ধ রয়েছে।

তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, “স্থলবন্দরে অফিস কার্যক্রম চলছে। তবে কোনো আমদানি-রপ্তানি হচ্ছে না।”

সূত্র : সময় টিভি অনলাইন

Link copied!