ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় অভিযান চালিয়ে খাবারের মান, বেশি দামে পণ্য বিক্রিসহ ২৫টি স্টলকে ৮৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সংবাদ প্রকাশকে তথ্যটি নিশ্চিত করেছেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।
জান্নাতুল ফেরদৌস বলেন, “আমরা এখন পর্যন্ত ২৫টি পণ্যকে জরিমানা করেছি। তবে পণ্য ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই ভোক্তাকে সচেতন হতে হবে। কারণ লোভের আশায় ডিসকাউন্ট দেখে পণ্য ক্রয় করে আফসোস করে লাভ নেই।”
জান্নাতুল ফেরদৌস আরও বলেন, “ব্যবসায়ীরা স্বেচ্ছায় ভোক্তাকে ডিসকাউন্টে পণ্য দেবে না। তাদের কোনো না কোনো লক্ষ তো অবশ্যই আছে।”