• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাণিজ্যমেলায় ভিড় বাড়লেও প্রত্যাশিত বিক্রি নেই


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৪, ১২:৪৭ পিএম
বাণিজ্যমেলায় ভিড় বাড়লেও প্রত্যাশিত বিক্রি নেই
দর্শকদের ভিড় থাকলেও সে অনুযায়ী বাড়েনি বেচাকেনা। ছবি : সংবাদ প্রকাশ

দিন যত যাচ্ছে মুখর হয়ে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা প্রাঙ্গণ। বিশেষ করে বিকেলে যেন ঢল নামে। প্রথম দিকে মেলায় দর্শনার্থীদের ভিড় ছিল না। তবে ছুটির দিনে অন্যান্য দিনের তুলনায় দর্শক সমাগম বেশি। ক্রেতা টানতে স্টলগুলোতে দেওয়া হচ্ছে ছাড় ও নানা অফার। তবে ব্যবসায়ীরা বলছেন, দর্শকদের ভিড় থাকলেও সে অনুযায়ী বাড়েনি বেচাকেনা।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, মেলায় দর্শনার্থীদের পদচারণে পা ফেলার ফুরসত নেই। প্যাভিলিয়নগুলোতে পণ্য দেখতে উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। মেলার প্রবেশপথে দাঁড়িয়ে কেউ ছবি তুলছেন, কেউ আড্ডা দিচ্ছেন, অনেকে আবার পছন্দের জিনিস কিনতে ব্যস্ত সময় পার করছেন।

ব্যবসায়ীরা জানান, মেলায় যে হারে মানুষ এসেছে, সে হারে বিক্রি হয়নি। অনেকে দলবলসহ স্টলে আসেন। তাদের মধ্যে কেউ কেনেন, আবার কেউ কেনেন না। তাই স্টলের সামনে জটলা থাকলেও বিক্রি তেমন বাড়েনি। মেলায় বেচাকেনার যে লক্ষ্য ছিল, তা পূরণ হচ্ছে না।

ব্লেজারের প্যাভিলিয়নের শোভন নামের এক ব্যবসায়ী সংবাদ প্রকাশকে বলেন, “আমরা প্রথমে ব্লেজারের দাম সর্বনিম্ন ২ হাজার  ২০০ টাকা দিতাম। বর্তমানে সেটা কমিয়ে ১ হাজার ৬০০ টাকা করেছি। তবুও বিক্রি বাড়ছে না। সে পরিমাণ বিক্রির আশা ছিল তা হচ্ছে না। ফলে মেলায় আমরা খুব বেশি সুবিধা করতে পারছি না।”

তিনি আরও বলেন, “আগারগাঁওয়ে যেভাবে ক্রেতা-দর্শনার্থী ছিল ঠিক তেমনি বেচাবিক্রিও হতো। কিন্তু এখানে তা হচ্ছে না। পূর্বাচলে সে রকম ব্যবসা নেই। আমরা চাই আবারও এই মেলা আগারগাঁও নেওয়া হোক।”

এক কোকারিজ ব্যবসায়ী বলেন, “মেলায় ক্রেতার চেয়ে দর্শনার্থীই বেশি। অনেকে দোকানে এসে পণ্য দেখলেও কিনছেন অল্প মানুষ। শেষের দিকে কেনাবেচা জমজমাট হবে বলে যে আশা আমরা করেছিলাম তা দেখছি না।”

Link copied!