• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

এক্সপ্রেসওয়েতে দ্বিতীয় দিনে টোল আদায় প্রায় ২২ লাখ টাকা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৩, ০১:১০ পিএম
এক্সপ্রেসওয়েতে দ্বিতীয় দিনে টোল আদায় প্রায় ২২ লাখ টাকা

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুই দিনে মোট টোল আদায় হয়েছে ৪০ লাখ ৪৯ হাজার ৯২০ টাকা। প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনে এক্সপ্রেসওয়ের ব্যবহার বেড়েছে। দ্বিতীয় দিনে টোল আদায় হয়েছে ২১ লাখ ৯৭ হাজার ৪০ টাকা।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আখতার এসব তথ্য জানিয়েছেন।

এ এইচ এম এস আখতার বলেন, “৪ সেপ্টেম্বর ভোর ৬টা থেকে ৫ সেপ্টেম্বর ভোর ৬টা পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি উঠেছে মোট ২৭ হাজার ১২১টি। এসব গাড়ি থেকে মোট টোল আদায় হয়েছে ২১ লাখ ৯৭ হাজার ৪০ টাকা।”

এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক আরও বলেন, “এসব গাড়ির মধ্যে বিমানবন্দর থেকে বনানী, মহাখালী, ফার্মগেটের পথে ১৪ হাজার ৩০০টি, কুড়িল থেকে বনানী, মহাখালী ও ফার্মগেটের পথে ৩ হাজার ১০৫টি গাড়ি, বনানী থেকে কুড়িল-বিমানবন্দরের পথে ২ হাজার ৯৪৪টি গাড়ি, তেজগাঁও থেকে মহাখালী, বনানী, কুড়িল ও বিমানবন্দরের পথে ৬ হাজার ৭২৮টি গাড়ি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠেছে।”

Link copied!