• ঢাকা
  • সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩০, ২৫ শা'বান ১৪৪৬

বজ্রবৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা জারি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৬:০৬ পিএম
বজ্রবৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা জারি

রাজধানীসহ দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার স্বাক্ষরিত নদীবন্দরের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, দেশের আটটি বিভাগের কয়েকটি জায়গায় আজ বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। ইতোমধ্যে রংপুর বিভাগের কিছু এলাকায় বৃষ্টি নেমেছে। রাজধানী ঢাকা ও এর আশপাশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

Link copied!