• ঢাকা
  • শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৭ রবিউস সানি ১৪৪৬

এবার ঊর্মির বিরুদ্ধে হাজার কোটি টাকার মানহানির মামলা


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৪, ০৬:০৯ পিএম
এবার ঊর্মির বিরুদ্ধে হাজার কোটি টাকার মানহানির মামলা
তাপসী তাবাসসুম ঊর্মি। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদকে নিয়ে ‘বিরূপ মন্তব্য’ করে সাময়িকভাবে বরখাস্ত হওয়া তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও হাজার কোটি টাকার মানহানির মামলা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২-এর বিচারক মো. আল আমিনের আদালতে মোল্লা শওকাত হোসেন বাবুল নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ অক্টোবর ঊর্মি শুধু অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস নয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদসহ সকল শহীদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছেন। এতে তিনি রাষ্ট্রদ্রোহীর অপরাধ করেছেন।

বাদীপক্ষের আইনজীবী এস এম মাসুদুর রহমান বলেন, “বাদীর আবেদন গ্রহণ করেছেন আদালত। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডির কাছে পাঠাবেন।”

Link copied!