• ঢাকা
  • সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১০ চৈত্র ১৪৩০, ২৩ রমজান ১৪৪৬

‘আদর্শ ভিন্ন হলেও আমরা দেশ ও দেশের মানুষের জন্য এক’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ০৯:৩১ পিএম
‘আদর্শ ভিন্ন হলেও আমরা দেশ ও দেশের মানুষের জন্য এক’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকতে পারে। তবে সমস্যা সৃষ্টি হলে আলোচনায় বসব। যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে, যাতে করে পতিত স্বৈরাচারী শক্তি আমাদের কাঁধে চেপে বসতে না পারে। আদর্শ ভিন্ন হলেও আমরা দেশ ও দেশের মানুষের জন্য এক।”

শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় ১২ দলীয় জোটের ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “যে ঐক্য নিয়ে স্বৈরাচারকে বিদায় করেছি, আসুন যেকোনো মূল্যে আমরা ঐক্য ধরে রাখি। ঐক্য ধরে রেখে জনগণের প্রত্যাশিত গণতন্ত্র প্রতিষ্ঠা করব।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে ভোটাধিকার। জনগণ যদি তার কাঙ্ক্ষিত ভোট না দিতে পারে তাহলে গণতন্ত্র অধরা থেকে যাবে।”

দেশের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে তারেক রহমান বলেন, “দেশে এক উদ্ভট পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। গণতন্ত্র হচ্ছে নির্ভয়ে নির্বাচন করা। অথচ এটিকে সংস্কারের মুখোমুখি করা হচ্ছে। অনেকে বলেছেন, সংস্কারের আগে নির্বাচন হবে না। সংস্কার তো শেষ হয় না। এটি চলমান প্রক্রিয়া।”

তারেক রহমান আরও বলেন, “দুই বছর আগে স্বৈরাচারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা দিয়েছি। বিএনপির মূল লক্ষ্য দেশ ও দেশের জনগণ কাজ করা।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!