যাদের হাত রক্তে রঞ্জিত, তাদের ইজতেমা করার নৈতিক অধিকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, “সাদপন্থিরা নিরীহ মুসল্লীদের ওপর ঘুমন্ত অবস্থায় হামলা চালিয়েছেন। নিহত করেছেন তিনজনকে। আহত করেছেন শতাধিক লোককে।”
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর কাকরাইলে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, “৩১ জানুয়ারি থেকে প্রথম পর্বের ইজতেমা হচ্ছে ইনশাআল্লাহ। সেই বিষয়ে কোনো ধরনের বাধা নেই। তার কার্যক্রমও চলছে, আরও পুরোদমে শুরু হয়ে যাবে।”
সাদপন্থীদের ইজতেমা করার বিষয়ে খেলাফত মজলিসের মহাসচিব বলেন, “দ্বিতীয় পর্বের যে ঘোষণা ছিল, সেই ঘোষণার বিষয়েই তো আমাদের ১৭ ডিসেম্বর হত্যাকাণ্ডের পর পরিস্থিতি পাল্টে গেছে।”
মামুনুল হক বলেন, “হত্যাকারীদের আগে বিচার করতে হবে, তারপর ইজতেমা নিয়ে আলোচনা হবে। বিচারের আগে কোনো আলোচনা নয়, এমনকি কোনো ইজতেমাও নয়।”
এদিকে টঙ্গীর ইজতেমা ময়দান দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনার পর রাজধানী কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষর করা এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।