• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

যারা ছাত্রদল ও শিবিরের রক্ত ঝরিয়েছে, তাদের নির্মূল করতে হবে : নুর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৪, ০৯:৪০ এএম
যারা ছাত্রদল ও শিবিরের রক্ত ঝরিয়েছে, তাদের নির্মূল করতে হবে : নুর

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের ডাকসু পদ বাতিলের দাবি জানিয়েছেন সাবেক ভিপি নুরুল হক নুর। একই সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করার পাশাপাশি তাদের ছাত্রত্ব বাতিল করে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন তিনি।

রোববার (২২ ডিসেম্বর) বিকেলে ডাকসুর সামনে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্যকালে তিনি এসব দাবি জানান।  

২০১৯ সালের ২২ ডিসেম্বর ডাকসু ভবনে বাতি নিভিয়ে ভিপি নুরুল হক নুরের ওপর হামলা করে ছাত্রলীগ জানিয়ে তিনি বলেন, “২০১৯ সালে আমি যখন ভিপি ছিলাম, তখন ভারতে এনআরসি এবং সিএএ বিল পাশে মাধ্যমে ভারতের মুসলমানদের নাগরিকত্বহীন করার একটা প্রচেষ্টা চালানো হয়। আমরা এর প্রতিবাদে একটি বিবৃতি দিয়েছিলাম। এ বিষয়ে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন আমাকে বলেছিল, দেশের অন্য ইস্যু নিয়ে কথা বলতে। আমরা যদি ভারত নিয়ে কোনো কথা বলি তাহলে ছাত্রলীগ ঝামেলা করবে। পরে সেটাকে কেন্দ্র করেই মূলত আমাদের ওপর হামলা করা হয়।”

অন্তর্বর্তী সরকারের চার মাসের কার্যক্রম সন্তোষজনক নয় উল্লেখ করে তিনি বলেন, “আওয়ামী লীগের দোসররা এখনো সরকারি চাকরিতে আছে। নিয়মের ব্যত্যয় ঘটিয়ে গত ১৬ বছর যাদের চাকরি দেওয়া হয়েছে, তাদের বহিষ্কার করা হোক। সাধারণ আওয়ামী লীগরা যারা, তাদের ক্ষমার পক্ষে আছি। কিন্তু যারা ছাত্রদল ও শিবিরের ছেলেদের রক্তাক্ত করেছে, তাদের নির্মূল করতে হবে। সরকারকে সরাসরি অ্যাকশনে যেতে হবে।”  এ সময় তিনি দ্রুত ডাকসু নির্বাচন হওয়ার বিষয়ে মত প্রকাশ করেন।  

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাশেদ খান, ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বিন ইয়ামিন মোল্লা প্রমুখ।

Link copied!