• ঢাকা
  • শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০, ১০ রজব ১৪৪৬

৪৩তম বিসিএসে বাদ পড়ারা যোগদান করতে পারবেন, তবে...


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ০২:৫৬ পিএম
৪৩তম বিসিএসে বাদ পড়ারা যোগদান করতে পারবেন, তবে...
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মো. মোখলেসুর রহমান। ছবি : সংগৃহীত

৪৩তম বিসিএসে বাদ পড়া ২৬৭ জন ক্যাডারের বেশির ভাগই পুনরায় চাকরিতে যোগদান করতে পারবেন বলে জানিয়েছেন জনপ্রশাসনে সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান। তিনি বলেছেন, “যাদের বিরুদ্ধে একেবারে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ রয়েছে, তারাই শুধু বাদ পড়বে। আগামী ১৫ জানুয়ারি ৪৩ বিসিএসের গেজেটপ্রাপ্তরা চাকরিতে যোগ দেবেন।”

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে বাদ পড়া বিসিএস ক্যাডারদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, তা-ও শিগগিরই বাস্তবায়ন হবে বলে জানান মো. মোখলেসুর রহমান। তিনি বলেন, “মহার্ঘ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের। তবে আমিও একজন সদস্য। এরই মধ্যে দুটি মিটিং হয়েছে। মহার্ঘ ভাতা খুব শিগগিরিই হবে।”

সিনিয়র সচিব বলেন, “আগে পেনশনভোগীরা মহার্ঘ ভাতা পেতেন না, এবার পাবেন। পরের বছর বেতন বৃদ্ধির সময় এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সঙ্গে যোগ হবে।”

আসন্ন বাজেটেই মহার্ঘ ভাতা কার্যকর হবে কি না, এমন প্রশ্নের জবাবে মো. মোখলেসুর রহমান বলেন, “এ বাজেটে মানে ৩০ জুনের মধ্যে, আমি বলব অবশ্যই এর মধ্যে হবে। তার আগে হবে ইনশা আল্লাহ।”

Link copied!