যাদের বিরুদ্ধে মামলা করলেন সারজিস আলম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ১২:০২ পিএম
যাদের বিরুদ্ধে মামলা করলেন সারজিস আলম
সারজিস আলম। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম মিথ্যা ও নোংরা তথ্য দিয়ে সম্মানহানির অভিযোগে দুটি ফেসবুক পেজের বিরুদ্ধে মামলা করেছেন। বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন তিনি।

মামলায় উল্লেখ করা পেজ দুটির নাম হলো ‘ক্রিমিনালস-ডিইউ’ এবং ‘ডিপার্টমেন্ট অব বাকশাল, ইউনিভার্সিটি অব ঢাকা’। ‘ডিপার্টমেন্ট অব বাকশাল’ পেজটি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা-কর্মীরা পরিচালনা করেন বলে অভিযোগ রয়েছে।

সারজিস আলম মামলার বিষয়ে তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘ক্রিমিনালস–ডিইউ’ এবং ‘ডিপার্টমেন্ট অব বাকশাল, ইউনিভার্সিটি অব ঢাকা’—এই দুটি ফেসবুক পেজ যারা চালায় এবং সংশ্লিষ্ট যে কালপ্রিটগুলো (অপরাধী) মিথ্যা ও নোংরা তথ্য দিয়ে আমারসহ নির্দোষ অনেকের সম্মানহানি করেছে এবং করছে, তাদের বিরুদ্ধে আজকে মামলা করেছি।’

সারজিস ফেসবুকের ওই পোস্টে আরও বলেন, ‘আশা করি, খুব দ্রুত সেই কালপ্রিটদের উপযুক্ত বিচারের আওতায় আনা হবে। যৌক্তিক সমালোচনা স্বাভাবিক। কিন্তু মিথ্যা তথ্য দিয়ে নোংরামি করলে আর বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।’

এর আগে গত ২৪ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবদুল্লাহিল বাকি তাঁর ফেসবুক আইডিতে ‘ডিপার্টমেন্ট অব বাকশাল, ইউনিভার্সিটি অব ঢাকা’ নামের ওই পেজের অ্যাডমিনের পরিচয় প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, পেজটি থেকে বিভিন্ন ব্যক্তির নামে নানান সময়ে মিথ্যা তথ্য প্রচার, ব্যঙ্গাত্মক পোস্ট, কার্টুন, ছবি বিকৃতিসহ নানা কিছু পোস্ট করে আসছে। পেজটি থেকে কিছুদিন আগে এক উপদেষ্টারও ব্যঙ্গাত্মক কার্টুন ছাপা হয়।

সারজিস আলমের মামলার বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর বলেন, দুটি পেজ থেকে ঘৃণামূলক বক্তব্য ছড়ানোয় দুপুর ১২টার দিকে মামলাটি করা হয়েছে। কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম বিভাগ মামলাটি তদন্ত করবে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!