• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

থার্টি ফার্স্ট নাইট : ৯৯৯-এ ফোন করে ৯৭১ অভিযোগ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৪, ০৭:৫৯ পিএম
থার্টি ফার্স্ট নাইট : ৯৯৯-এ ফোন করে ৯৭১ অভিযোগ
আতশবাজি-পটকা ফুটিয়ে নতুন বছরকে বরণ। ছবি : সংগৃহীত

আতশবাজি-পটকা ফুটিয়ে এবং গান-বাজনার মধ্য দিয়ে ইংরেজি নতুন বছরকে বরণ করে নিয়েছেন রাজধানীবাসী। তবে এসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিধিনিষেধ থাকলেও তা মোটেও মানা হয়নি।

এ বিষয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অভিযোগ জমা পড়েছে ৯৭১টি।

সোমবার (১ জানুয়ারি) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানিয়েছেন।

৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত এ সংক্রান্ত কল এসেছে ৫২৬টি। এর মধ্যে ঢাকা মহানগর এলাকা থেকে সেবাপ্রত্যাশী ছিলেন ১০৭ জন। ১ জানুয়ারি ২০২৪ রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শব্দদূষণ সংক্রান্ত ৪৪৫টি অভিযোগ এসেছে। এর মধ্যে ঢাকা মহানগর এলাকা থেকে আসে ১৩০টি অভিযোগ।

এর আগে, ২০২২ সালের নববর্ষ উদযাপনে ফোটানো পটকা ও আতশবাজির তীব্র শব্দে ভীত-সন্ত্রস্ত হয়ে তানজিম উমায়ের নামে এক শিশুর মৃত্যু হয়। সে জন্ম থেকেই হৃদরোগে ভুগছিল।

নগরবাসীর দাবি, আইনশৃঙ্খলা বাহিনীকে এমন ঘটনা এড়াতে আরও বেশি তৎপর এবং কঠোর হওয়া প্রয়োজন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!