হজ নিবন্ধনের সময়সীমা তৃতীয় দফায় বেড়েছে বাড়ানো হয়েছে। এ দফায় হজ গমনেচ্ছুরা আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাক নিবন্ধনের সুযোগ পাবেন।
বুধবার (২৪ জানুয়ারি) রাতে ধর্ম মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
ধর্ম মন্ত্রণালয় জানায়, হজযাত্রী ও এজেন্সির বিশেষ অনুরোধে হজের নিবন্ধন সময় বাড়ানো হয়েছে। যদিও হজ চুক্তির আগেই সৌদি সরকারকে হজযাত্রীর চূড়ান্ত সংখ্যা জানানোর বাধ্যবাধকতা রয়েছে।
বাড়তি এই সময়ের মধ্যে দুই লাখ পাঁচ হাজার টাকা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে হবে। প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধনও করা যাবে। তবে প্রাথমিক নিবন্ধন করা হলে ২৯ ফেব্রুয়ারির মধ্যে বাকি টাকা পরিশোধ করেও চূড়ান্ত নিবন্ধন করা যাবে। অন্যথায় হজে যাওয়া যাবে না। প্রদত্ত অর্থও ফেরত দেওয়া হবে না।
এদিকে বুধবার সন্ধ্যা পর্যন্ত হজে যেতে সরকারিভাবে নিবন্ধন করেছেন তিন হাজার ৮০২ জন, আর বেসরকারিভাবে ৪৯ হাজার ৩৭১ জন।
চলতি বছর বাংলাদেশের জন্য নির্ধারিত কোটা রয়েছে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। চলতি বছরের হজে যেতে সরকারি-বেসরকারি হজযাত্রীদের নিবন্ধন শুরু হয় গত বছরের ১৫ নভেম্বর।