• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২, ১৮ শাওয়াল ১৪৪৬

‘বিমানবন্দরে টাকা চুরি ও লাগেজ ভাঙার ঘটনা ঘটেনি’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২, ০৩:৩৮ পিএম
‘বিমানবন্দরে টাকা চুরি ও লাগেজ ভাঙার ঘটনা ঘটেনি’
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাফ চ্যাম্পিয়ন নারী দলের দুই খেলোয়াড়ের (কৃষ্ণা রানী সরকার ও শামসুন্নাহার) টাকা চুরি ও লাগেজ ভাঙার কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এ দাবি করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম।

মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, “বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তা ইমরানকে অক্ষতভাবে লাগেজ হস্তান্তর করা হয়। পাঁচটি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে লাগেজ ভাঙা ও চুরির কোনো প্রমাণ পাওয়া যায়নি। বাফুফে কর্মকর্তা অক্ষত দেখেই লাগেজ নিয়ে গেছেন।”

বিমানের ল্যান্ডিং এরিয়া, ব্যাগেজ মেকআপ এরিয়ায় ট্রলির আগমন, ব্যাগেজ মেকআপ এরিয়ার প্রথম লাগেজ ড্রপ, বেল্ট নম্বর ৮-এ লাগেজ আসা, ব্যাগেজ মেকআপ এরিয়ায় সর্বশেষ লাগেজ আসা এই পাঁচটি এরিয়ার সিসিটিভ ফুটেজ বিশ্লেষণ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

এর আগে, বৃহস্পতিবার সকালে সাফজয়ী ফুটবলারদের পক্ষ থেকে  লাগেজ থেকে টাকা ও ডলার চুরির অভিযোগ করা হয়।

বাফুফের বরাতে জানা যায়,  বিমানবন্দরে কৃষ্ণা রানি সরকার ও শামসুন্নাহারের লাগেজ ভেঙে প্রায় দেড় লাখ টাকার মতো চুরি হয়েছে। বিষয়টি বাফুফেকে অবহিত করেছেন ফুটবলারদ্বয়। এই দুই খেলোয়াড় বাদেও বাকিদের লাগেজও ভাঙা অবস্থায় পাওয়া গেছে।

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয় করেছে বাংলাদেশ। টুর্নামেন্টের অপরাজিত চ্যাম্পিয়ন লাল-সবুজের দল। মেয়েদের বরণ করে নিতে বর্ণাঢ্য আয়োজন ছিল বিমানবন্দর থেকে বাফুফে ভবন পর্যন্ত।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!