• ঢাকা
  • শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৪ মাঘ ১৪৩০, ১৮ রজব ১৪৪৬
হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণে

নোটিশ দেওয়ার পরও ভবনে ছিল না ফায়ার সেফটির ব্যবস্থা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৫, ০৫:৪১ পিএম
নোটিশ দেওয়ার পরও ভবনে ছিল না ফায়ার সেফটির ব্যবস্থা

রাজধানীর হাজারীবাগ বাজারে একটি ট্যানারি গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটনা ঘটেনি।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে আগুন নিয়ন্ত্রণে আসার পর সাংবাদিকদের এসব কথা জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) লে. কর্নেল মো. তাজুল ইসলাম।

তিনি বলেন, “আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে তিন ঘণ্টা। আমাদের সক্ষমতার পুরোপুরি কাজে লাগানো যায়নি। পানির সংকট, ভেতরে দাহ্য বস্তু, উৎসুক জনতার ভিড় ও সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের সক্ষমতা কাজে লাগানো যায়নি।”

তাজুল ইসলাম আরও জানান, প্লাস্টিক, লেদারস দাহ্য বস্তুর কারখানা ছিল ভবনটিতে। আগুন ভবনের ৫, ৬ ও ৭ তলায় ছড়িয়ে পড়েছিল। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কয়েকবার নোটিশ দেওয়া হয়েছিল। তারপরও ভবনে ফায়ার সেফটি প্ল্যান ছিল না বলে জানান এ কর্মকর্তা।

এর আগে এদিন দুপুর ২টার দিকে ট্যানারি গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ও পরে ধাপে ধাপে আরও ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিসের সঙ্গে তাদের কাজে সহায়তায় যোগ দেয় র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী।

Link copied!