রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, “এক ব্যক্তির হাতে সব ক্ষমতা থাকলে কী হয়, সেটা স্বৈরাচার শেখ হাসিনাকে দেখে আমরা শিখেছি। ক্ষমতার অপব্যবহার করলে ৫ তারিখের মতো পালায় যাইতে হয়। শেখ হাসিনার আমলে যারা সংসদ সদস্য ছিল, তারা যে পরিমাণ দুর্নীতি ও অর্থ পাচার করেছে তা দিয়ে পাঁচটা পদ্মা সেতু করা যেত।”
রোববার (২৬ জানুয়ারী) বিকেলে ফরিদপুরের নগরকান্দার তালমা ইউনিয়ন বিএনপির আয়োজনে শাকপালদিয়া মাঠে সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, “তারেক রহমানের দেওয়া ৩১ দফায় আছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য হতে হবে। এক ব্যক্তি দুই বারের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না।”
আলোচনা সভায় নগরকান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ মুন্সীর সভাপতিত্বে এসময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সহ-সভাপতি সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, মাহবুব আলী মিয়া, আলমগীর হোসেন বকুল মাতুব্বর, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সালথা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর প্রমুখ উপস্থিত ছিলেন।