• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভালো নির্বাচনের বিকল্প নেই, বললেন ইসি সানাউল্লাহ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৪, ০৬:১৫ পিএম
ভালো নির্বাচনের বিকল্প নেই, বললেন ইসি সানাউল্লাহ
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি : সংগৃহীত

ভালো নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, “নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করার পর আজ কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হয়েছি। কোন পরিস্থিতিতে এই সরকার গঠন করা হয়েছে সেটা আলোকপাত করা হয়েছে।”

সোমবার (২৫ নভেম্বর) নির্বাচন ভবনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

দেশের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “আমাদের দায়িত্ব পালনে কর্মকর্তাদের সিইসি দিক-নির্দেশনা দিয়েছেন। একনিষ্ঠতা, সততা, জবাবদিহিতার ব্যাপারে আলোচনা হয়েছে। জাতির প্রত্যাশা এবং আমরা কী চাই, সেটা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের চাওয়া ভেরি সিম্পল। একটা সুন্দর নির্বাচন।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, “আমরা কমিশন সমন্বিতভাবে মনে করি মোর দ্যান দ্যা চ্যালেঞ্জ, আমরা মনে এটা অপরচ্যুনিটি। চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্যই আমরা এখানে আছ। এটা অপরিচ্যুনিটি ভাবছি এই জন্য, জাতি একটা ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে। যেখানে আমাদের আরও কোনো বিকল্প নেই, একটা ভালো নির্বাচন করা ছাড়া।”

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “আমরাই সেই ব্যক্তিরা, যাদের আল্লাহ এখানে নির্ধারণ করে পাঠিয়েছেন। এই প্রত্যাশা ডেলিভার করার জন্য। আমরা আত্মবিশ্বাসী এটা আমরা ডেলিভার করব। আমরা ওয়াদাবদ্ধ।”

নির্বাচন কমিশনার আরও বলেন, “আমরা একটা পলিটিক্যাল প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছি। সেই প্রসেসটা আমি নিশ্চিত, আপনারা হয়তো প্রধান উপদেষ্টার বক্তব্য শুনেছেন যে, এই সরকারের উদ্দেশ্য হচ্ছে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়া। তবে যে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে সেগুলো হতে হবে। সবারই তো উদ্দেশ্য হচ্ছে নির্বাচনে যাওয়া। যথাযথ সময়ে নির্বাচন নিয়ে আমরা কথা বলব।”

Link copied!