• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬

অর্থের বিনিময়ে ষড়যন্ত্র হচ্ছে, জড়িতদের তথ্য জানালেন প্রেস সচিব


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০১:৫৫ পিএম
অর্থের বিনিময়ে ষড়যন্ত্র হচ্ছে, জড়িতদের তথ্য জানালেন প্রেস সচিব
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত

স্বৈরাচার আওয়ামী লীগ সরকার যাতে ফিরে আসতে না পারে, সে দিকে সবাইকে সজাগ থাকতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, “চব্বিশের গণ-অভ্যুত্থান ও প্রফেসর ইউনুসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে বড় অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে, যাতে ভারতের মিডিয়া জড়িত।”

শনিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে দ্রোহের গ্রাফিতি চব্বিশের গণ-অভ্যুত্থান প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, “অপপ্রচারের মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূসকে জঙ্গিদের লিডার প্রমাণে ভারতীয় মিডিয়া মিলিয়ন ডলার খরচ করছে। পতিত সরকার যাতে মাথা চাড়া দিতে না পারে, গ্রাফিতির মাধ্যমে তা ছড়িয়ে দিতে হবে।”

প্রেস সচিব বলেন, “তথ্য-উপাত্তের অভাবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তী সময়ে দুই বছরের শিশু থেকে শুরু করে বিরোধীরাও মুক্তিযোদ্ধার তালিকায় স্থান করে নিয়েছে।”

এ সময় বাংলাদেশে আর কোনোদিনই যেন আওয়ামী স্বৈরাচার ও তাদের সাঙ্গপাঙ্গরা ফিরতে না পারে সে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন শফিকুল আলম।

Link copied!