ইতিহাসবিদ ও গবেষক অধ্যাপক মুনতাসীর মামুন বলেছেন, ১৯৭১ সালে পৃথিবীর সবচেয়ে বড় গণহত্যা ঘটেছিল বাংলাদেশে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, চীন ও সৌদি আরব বাংলাদেশে ঘটে যাওয়া গণহত্যায় পরোক্ষ ও প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে।
শনিবার (২৫ মার্চ) দুপুর ১২টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যুবলীগের উদ্যোগে ‘কালরাত্রি স্মরণ’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু।
অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, “বিদেশিদের মদদে গণহত্যার শিকার শহীদদের মর্যাদা দিতে বিএনপি ও জামায়াত অনীহা দেখিয়েছে। একই সঙ্গে তারা বিষয়টিকে সব সময় ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। ১৫ আগস্ট বাঙালির শোকের দিনেও একটি রাজনৈতিক দল জন্মদিনের কেক কেটে উল্লাস করে কী করে।”
মুনতাসীর মামুন আরও বলেন, “অসাম্প্রদায়িক দেশ গঠন করতে হলে প্রত্যেক নাগরিকদের ঈমানি কর্তব্য হচ্ছে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও জয়যুক্ত করা।”
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মুনতাসীর মামুন, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত, প্রাক্তন ক্রিকেটার রকিবুল হাসান। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করীম রেজা।