• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

‘টিকিট ছাড়া ট্রেনের প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে না’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৪, ২০২৩, ০১:১০ পিএম
‘টিকিট ছাড়া ট্রেনের প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে না’

টিকিক ছাড়া ট্রেনের প্ল্যাটফর্মে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন ঢাকা রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার। তিনি বলেছেন, “আজ থেকে ট্রেনে ঈদযাত্রা শুরু হয়েছে। সকাল থেকে সব ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে।”

শনিবার (২৪ জুন) সকালে স্টেশন ব্যবস্থাপকের কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অনলাইনে আগেই সব টিকিট বিক্রি হয়েছে জানিয়ে মাসুদ সারওয়ার বলেন, “মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি হচ্ছে কাউন্টার থেকে। যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ করতে স্টেশনে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে।”

তিনি বলেন, “আন্তঃনগর ট্রেনে ২৭ হাজার যাত্রী পরিবহন করবেন। আন্তঃনগর কমিউটার ট্রেন মিলে আজ দিনভর ৫০ হাজার যাত্রী তাদের গন্তব্যে যেতে পারবেন। আজ ঢাকা থেকে আন্তঃনগর ৫২টি ট্রেন ছেড়ে যাবে। আগামীকাল থেকে আরও দুটি স্পেশাল ট্রেন চলবে। ঢাকা-লালমনি ও ঢাকা-পঞ্চগড় স্পেশাল দুটি ট্রেন ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছেড়ে যাবে।”

তিনি আরও বলেন, “শতভাগ অনলাইনে টিকিট বিক্রি ও ২৫ ভাগ স্ট্যান্ডিং টিকিট বিক্রির ফলে রেলের লাভ-লোকসান বিবেচ্য বিষয় নয়। যাত্রীরা যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ঈদযাত্রা করতে পারেন এটিই আমাদের লক্ষ্য।”

Link copied!