তিতাস গ্যাসের নামে প্রতারক চক্রের প্রতারণার বিষয়ে গ্রাহকদের সতর্ক করেছে কর্তৃপক্ষ। সোমবার (২৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি প্রতারক চক্র মোবাইলে কলের মাধ্যমে তিতাস গ্যাসের নাম ব্যবহার করে গ্রাহকদের কাছ থেকে প্রতারণা করে টাকা দাবি করছে মর্মে খবর পাওয়া যাচ্ছে। গ্রাহকদের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।
এতে আরও বলা হয়, তিতাস গ্যাস কোনো ধরনের নগদ/ক্যাশে লেনদেন করে না, সব লেনদেন ব্যাংক ও এমএফএসের (বিকাশ, নগদ, রকেট ও উপায়) মাধ্যমে হয়ে থাকে। কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের দেওয়া মোবাইল নম্বরে অথবা নগদ অর্থে কোনো লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।