• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬

সুপ্রিম কোর্টে সেনা মোতায়েন যে কারণে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৪:৩৩ পিএম
সুপ্রিম কোর্টে সেনা মোতায়েন যে কারণে
সেনা মোতায়েন। ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, হামলা ও পাল্টা হামলার ঘটনাকে কেন্দ্র করে বাড়তি সতর্কতার অংশ হিসেবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সেনা মোতায়েন করা হয়েছে। এ ছাড়া র‌্যাব ও পুলিশ সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সুপ্রিম কোর্ট এলাকায় সেনা সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

এ সময় তাদের কাছে ভারী অস্ত্র ও সাঁজোয়া যান লক্ষ্য করা গেছে। সেনাবাহিনীর সঙ্গে নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন পুলিশ ও র‌্যাবের অতিরিক্ত সদস্যরা।

এদিকে সুপ্রিম কোর্টের ম্যুরাল ভাঙার শঙ্কায় রয়েছে বলে জানা গেছে। এ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে এ বাড়তি সতর্কতা নেয়া হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।

Link copied!