রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. দিদারুল আলম। স্থানীয় সরকার বিভাগের এ যুগ্ম সচিবকে রাষ্ট্রপতির একান্ত সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী মো. দিদারুল আলমকে তার একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতি যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা মো. দিদারুল আলমকে উক্ত পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।
বিলুপ্ত ইকোনমিক ক্যাডারের কর্মকর্তা মো. দিদারুল আলম ২০২০ সালের ১ সেপ্টেম্বর উপসচিব পদে পদোন্নতি পান। ২০২২ সালের ৩০ জুন যুগ্ম সচিব হন তিনি। এরপর তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত করা হয়। এ বছরের ১৬ ফেব্রুয়ারি তিনি স্থানীয় সরকার বিভাগে বদলি হন।