• ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

‘চক্রান্তকারীদের ফাঁদে পা দেয়নি বাংলাদেশের মানুষ’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪, ০২:২৩ পিএম
‘চক্রান্তকারীদের ফাঁদে পা দেয়নি বাংলাদেশের মানুষ’
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

চক্রান্তকারীদের পাতানো ফাঁদে বাংলাদেশের মানুষ পা দেয়নি বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, “ধর্মীয় সম্প্রীতি নষ্টের পাঁয়তারা করছে দেশ ও বিদেশের একটি গোষ্ঠী। তারই অংশ হিসেবে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনা।”

শনিবার (৩০ নভেম্বর) রাজধানীতে বাউফল ফাউন্ডেশনের অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন।

আ ফ ম খালিদ হোসেন বলেন, “আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে দেশে একটি দাঙ্গা তৈরির চেষ্টা করে একটি গোষ্ঠী। তবে এটি মোকাবিলায় দেশের মানুষ সহনশীলতা ও ধৈর্যের পরিচয় দিয়েছেন।”

ধর্ম উপদেষ্টা বলেন, “দ্রুত সময়ের মধ্যেই হচ্ছে নির্বাচন। তার আগে ভোটার হালনাগাদ করবে সরকার।”

আসন্ন হজের খরচ এক লাখ টাকা কমিয়ে আনার কথা জানিয়ে আ ফ ম খালিদ হোসেন বলেন, “সরকারি খরচে আর কাউকে হজ করতে দেবে না সরকার।”

অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করে ফাউন্ডেশনটি।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!