অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর হঠাৎ করে আত্মীয়ের সংখ্যা বেড়ে গেছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, “আমি স্বরাষ্ট্র উপদেষ্টা বা কৃষি উপদেষ্টা হওয়ার পরে হঠাৎ করেই আমার আত্মীয়স্বজনের সংখ্যা বেড়ে গেছে। আমার বন্ধুবান্ধবের সংখ্যাও বেড়ে গেছে। তাদের রিকোয়েস্টের সংখ্যাও বেড়ে গেছে।”
রোববার (১৯ জানুয়ারি) সকালে বিসিএস ও জুডিসিয়াল সার্ভিসের কর্মকর্তাদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দেশের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আমাদের পরিচয় দিয়ে কেউ যদি কোন অবৈধ সুবিধা নিতে চায়, আপনারা কোনো সময়ই দেবেন না। প্রথমে তাদের ভালো করে বুঝিয়ে বলেন, দ্বিতীয়বার হলে পুলিশে ধরিয়ে দিন। তা না হলে এ সমাজ থেকে দুর্নীতি দূর হবে না।”
বাংলাদেশ-ভারত সীমান্ত উত্তেজনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যেকোনো মূল্যে দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে। আগে ভারতকে ছাড় দেওয়া হলেও এখন আইনত যা পাওয়া যাবে তা আদায় করা হচ্ছে।”
আগামীতে সীমান্ত নিয়ে ডিজি পর্যায়ে বৈঠক হবে, সেখানে সমাধান উঠে আসবে বলেও জানান উপদেষ্টা।
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, “দেশের অন্যতম সমস্যা দুর্নীতি। সেটির ব্যাপারে বর্তমান সরকার জিরো টলারেন্সে আছে। এ ছাড়া ভূমি নিয়ে নানা জটিলতা বৃদ্ধি পাচ্ছে, ফলে কৃষি জমি দিনদিন কমে যাচ্ছে। তাই ভূমি সুরক্ষা আইন সময়ের দাবি।”