• ঢাকা
  • রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ ১৪৩০, ২০ রজব ১৪৪৬

‘নারীরা যত বেশি শ্রমশক্তিতে অংশগ্রহণ করবে, দেশ তত উন্নত হবে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ০২:১৯ পিএম
‘নারীরা যত বেশি শ্রমশক্তিতে অংশগ্রহণ করবে, দেশ তত উন্নত হবে’
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ফাইল ফটো

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, “এটা প্রশংসনীয় যে, কর্মসংস্থান ব্যাংকের ৩৬ শতাংশই নারী উদ্যোক্তা, যারা আর্থিক অন্তর্ভুক্তিমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করছে। নারীরা যত বেশি আর্থিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে, আর্থিকভাবে স্বাবলম্বী হবে, শ্রমশক্তিতে অংশগ্রহণ করবে, দেশও তত উন্নত হবে।”

রোববার (১৯ জানুয়ারি) রাজধানীর বিদ্যুৎ ভবনে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আহসান এইচ মনসুর বলেন, “কর্মসংস্থান ব্যাংকের কর্মকাণ্ড এনজিওর কিছুটা মিল হয়েছে। কিন্তু এনজিওগুলো ঋণ বিতরণে ২০ শতাংশের মতো সুদ নিচ্ছে। সেখানে কর্মসংস্থান ব্যাংক নিচ্ছে মাত্র ৪-৫ শতাংশ।”

গভর্নর বলেন, “ব্যাংক খাতে যে হারে খেলাপি ঋণ, সেই হিসেবে কর্মসংস্থান ব্যাংক খুবই ভালো অবস্থানে রয়েছে। ২-৩ শতাংশ খেলাপি ঋণ থাকতেই পারে। তবে এই ধারা অব্যাহত রাখতে হবে।”

এসময় কর্মসংস্থান ব্যাংকের কর্মকর্তাদের আরও বেশি কর্মঠ ও ডিজিটালাইজড হওয়ার পরামর্শ দেন গভর্নর।

অনুষ্ঠানে অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার ঋণ বিতরণে নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “নারীরা অর্থনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার ফলে তাদের আর্থিক ভিত্তি মজবুত হবে এবং স্বাধীনতা ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে।”

Link copied!