উদ্বোধনের পর থেকেই সর্বজনীন পেনশনে ভালো সাড়া মিলছে। এতে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠছেন সাধারণ মানুষ। ভবিষ্যতের কথা বিবেচনা করে জমা করছেন অর্থ।
গত ১৭ আগস্ট উদ্বোধন হওয়া এই সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম) শনিবার (১৮ নভেম্বর) পর্যন্ত নিবন্ধন করেছেন ১৫ হাজার ৯০৫ জন। এতে গ্রাহকের চাঁদা জমা পড়েছে ১৬ কোটি ৪ লাখ ২০ হাজার টাকা।
অর্থ মন্ত্রণালয়ের জাতীয় পেনশন কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানা যায়, চার স্কিমের মধ্যে প্রগতিতে ৭ হাজার ২১ জনের ৮ কোটি ৬০ লাখ ৫৮ হাজার টাকা, সুরক্ষায় ৬ হাজার ৫২৮ জনের ৫ কোটি ৫৪ লাখ ৫১ হাজার টাকা, প্রবাসে ৪৭৪ জনের ১ কোটি ৪১ লাখ ৪১ হাজার টাকা এবং সমতায় ১ হাজার ৮২২ জনের ৪৭ লাখ ৬৯ হাজার টাকা চাঁদা জমা পড়েছে।
জানা গেছে, ‘সর্বজনীন পেনশন তহবিল’ হিসাবে পেনশন স্কিমে অংশগ্রহণকারী সবার জমা করা অর্থ জমা থাকবে। এই অর্থ জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিরাপদ ও কম ঝুঁকিপূর্ণ উৎসে বিনিয়োগ করবে। এরইমধ্যে পেনশনে জমা পড়া অর্থের ১১ কোটি ৩১ লাখ টাকা মূল্যের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড ক্রয় করে বিনিয়োগ করা হয়েছে।