• ঢাকা
  • বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউস সানি ১৪৪৬

গণ-অভ্যুত্থানে হাত হারানো সেই আতিক আবারও বিক্ষোভে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৪, ০৫:১০ পিএম
আতিকুল ইসলাম। ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে একহাত হারান আতিকুল ইসলাম। বিক্ষোভের ডাক শুনে এক হাত নিয়ে আবারও মিছিলে অংশ নিয়েছেন তিনি।

বুধবার (১৬ অক্টোবর) ‘আওয়ামী লীগের ফ্যাসিস্ট’ বিচারকদের পদত্যাগ ও বিপ্লবের গণহত্যা বিচারের দাবিতে হাইকোর্ট ঘেরাও কর্মসূচিতে সামনের সারিতে দেখা গেছে তাকে।

এর আগে হাত হারানো এই যুবকের একটি বক্তব্য স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়। গত ৫ আগস্ট উত্তরার আজমপুরে হাতে গুলিবিদ্ধ হোন আতিক। পরে পঙ্গু হাসপাতালে তার ডান হাত কেটে ফেলা হয়।

জানা গেছে, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) দীর্ঘদিন ভর্তি থাকার পর আতিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন।

হাসপাতালে থাকাকালে আতিক এক বক্তব্যে বলেন, “প্রয়োজনে আরেক হাত দিয়ে দিব, যদি তাতেও না হয় তাহলে জীবন দিয়ে দিব। স্বৈরাচার সরকার যদি আবার দেশে আসে, ওকে পতন ঘটানোর জন্য আবার যুদ্ধ করব। যদি ডাক পড়ে তাহলে আবার মাঠে নামব।”

হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচির খবর জেনে আজ সেই বিক্ষোভে অংশ নিয়েছেন আতিক।

Link copied!