• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

‘অন্তর্বর্তী সরকার সব সময় শহীদ পরিবারের পাশে থাকবে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৫, ০৩:৩৮ পিএম
‘অন্তর্বর্তী সরকার সব সময় শহীদ পরিবারের পাশে থাকবে’
রায়েরবাজারে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

রায়েরবাজারে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। এসময় তিনি বলেছেন, “অন্তর্বর্তীকালীন সরকার সব সময় শহীদ পরিবারের পাশে থাকবে।”

শহীদদের কবর জিয়ারত এবং স্বজনদের সঙ্গে কথা বলার উদ্দেশ্যে উপদেষ্টা শনিবার (২৫শে জানুয়ারি) সকালে রায়েরবাজার কবরস্থানে আসেন। কবর জিয়ারতের পর উপদেষ্টা শহিদদের স্বজনের সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজখবর নেন।

শহীদদের অবদানের কথা স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, “শহীদদের ঋণ কখনো শোধ করা যাবে না। রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাতনামা শহীদদের শনাক্তকরণের কার্যক্রম চলমান।”

শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, “আগামী মাসের শুরুতেই শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম চালু হবে।”

Link copied!