• ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

‘অন্তর্বর্তী সরকারের ৫ বছর ক্ষমতায় থাকার অধিকার নেই’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫, ০৯:৩৯ পিএম
‘অন্তর্বর্তী সরকারের ৫ বছর ক্ষমতায় থাকার অধিকার নেই’
বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, “অন্তর্বর্তী সরকারের ৫ বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুত নির্বাচন দেওয়া।”

শুক্রবার (১১ এপ্রিল) রাজধানীর তোপখানা রোডে একটি মিলনায়তনে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি কেন বারবার নির্বাচনের কথা বলছে, তার কারণ জানিয়ে সেলিমা রহমান বলেন, “জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি নির্বাচন চায়। ক্ষমতায় যাওয়ার জন্য লালায়িত নয় বিএনপি।”

‘জনগণ চায় এই সরকার ৫ বছর থাকুক’, স্বরাষ্ট্র উপদেষ্টার এমন মন্তব্যের বিষয়ে সেলিমা রহমান বলেন, “স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এই সরকারকে দেশ নাকি ৫ বছর ক্ষমতায় রাখতে চায়। দেশ কী রাখতে চায়, আমরা জানি। পাঁচ বছর থাকার মতো কোনো অধিকার এই সরকারের নেই; কেননা, তারা অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার অনেক কাজ করতে পারে না।”

সেলিমা রহমান আরও বলেন, “ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার যে কথা বলেছেন ড. ইউনূস, তা রক্ষা করবেন বলে বিশ্বাস করে বিএনপি।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!