• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেখ হাসিনা সরকারের পতনের প্রভাব পুঁজিবাজারে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৪, ০৫:০৫ পিএম
শেখ হাসিনা সরকারের পতনের প্রভাব পুঁজিবাজারে
পুঁজিবাজারে সূচকের উত্থান। ছবি: সংগৃহীত

শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর প্রথম কার্যদিবসেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজর। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স পাঁচ হাজার ৪২৬ পয়েন্টে শেষ হয়েছে। যা গত সাড়ে তিন বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ বৃদ্ধি।

ব্রোকারেজ প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, বিনিয়োগকারীরা শেখ হাসিনার পদত্যাগের পর বাজারে সুশাসন ফেরার ব্যাপারে দারুণ আশাবাদী। সেই আশায় বহু বছর ধরে কম দামে থাকা শেয়ার কিনছেন তারা। বাজারে তাদের অংশগ্রহণও বেড়ে গেছে।

মঙ্গলবার (৬ আগস্ট) বাজার পর্যবেক্ষণে আরও দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লু-চিপ সূচক ডিএস৩০ ৭৫ পয়েন্ট বা চার শতাংশ বেড়ে এক হাজার ৯৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৩২ পয়েন্ট বা দুই দশমিক ৮৬ শতাংশ বেড়ে এক হাজার ১৭৬ পয়েন্ট হয়েছে।

অন্যদিকে, বাজারের গুরুত্বপূর্ণ সূচক টার্নওভার ২৬২ শতাংশ বেড়ে ৭৫০ কোটি টাকায় দাঁড়িয়েছে। মঙ্গলবার ৩২৮টিন কোম্পানির শেয়ার দর বেড়েছে, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত আছে নয়টির দর।

একই রকম প্রবণতা দেখা গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই ৪৬৭ পয়েন্ট বা তিন শতাংশ বেড়ে হয়েছে ১৫ হাজার ৩৯৩ পয়েন্ট।

তবে মঙ্গলবার অফিসে আসেননি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। বুধবার যে কমিশন সভা হওয়ার কথা ছিল তাও স্থগিত করা হয়েছে।

Link copied!