‘ছাত্র আন্দোলন দমানোর জন্য পরিকল্পনা নিচ্ছে সরকার’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৪, ০৮:০০ পিএম
‘ছাত্র আন্দোলন দমানোর জন্য পরিকল্পনা নিচ্ছে সরকার’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে গত ১ জুলাই থেকে রাজপথে আন্দোলন করছেন ঢাকাসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের গড়ে উঠা এই ছাত্র আন্দোলন দমানোর জন্য সরকার পরিকল্পনা এবং প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ ইসলাম।

শনিবার (১৩ ‍জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, “সারা দেশে স্বতঃফূর্তভাবে ছাত্র আন্দোলন গড়ে উঠেছে। এটি দমানোর জন্য সরকার পরিকল্পনা এবং প্রস্তুতি নিচ্ছেন। আমরা বলতে চাই, আমাদের আন্দোলনটি যৌক্তিক এবং ন্যায়সংগত। এই আন্দোলন আমরা শান্তিপূর্ণভাবে চালিয়ে যাচ্ছিলাম। সরকারের উচিত ছিল, শুরুতেই ছাত্রদের সঙ্গে আলোচনার পরিস্থিতি তৈরি করা এবং দৃশ্যমান পদক্ষেপের মাধ্যমে কোটা সমস্যা সংকট নিরসন করা। কিন্তু সরকার সেটি না করে আন্দোলনকে আইনশৃঙ্খলা বাহিনী, বিশ্ববিদ্যালয় প্রশাসন, সরকার দলীয় ছাত্র সংগঠন এবং নানান শক্তির মাধ্যমে এই আন্দোলনকে দমনের একটি পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করছে সরকার।”

আন্দোলনকারীদের আরেক সমন্বয়ক সারজিস আলম বলেন, “গত ১ জুলাই থেকে আমরা রাজপথে আমাদের যৌক্তিক দাবি নিয়ে কর্মসূচি করছি। তবে এখন পর্যন্ত আমাদের যৌক্তিক দাবির প্রেক্ষিতে কোনো সমাধানের পথ বা কেউ সমাধান করতে আসেননি।”

সারজিস আলম আরও বলেন, “আজকের কর্মসূচির অংশ হিসেবে আমরা আমাদের সমন্বয়ক দল জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা গিয়েছিলাম। সেখানে কর্মসূচিতে হামলায় ঘটনায় আহতের সঙ্গে কথা বলেছি। আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাব। এখানে হামলা-মামলা করে কর্মসূচি বা দাবি আটকিয়ে রাখতে পারবে না কেউ। আমাদের রাজপথে থাকার দায় কোনোভাবেই আমাদের নয়।”

Link copied!