• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

‘যারা ভুল ও অপতথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে সচেষ্ট সরকার’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ০৯:৪২ পিএম
‘যারা ভুল ও অপতথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে সচেষ্ট সরকার’
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, “বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ভুল ও অপতথ্য ছড়ানো হচ্ছে। যারা ভুল ও অপতথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে জবাব দিতে অন্তর্বর্তী সরকার সচেষ্ট রয়েছে।”

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, “সবার সঙ্গে সহযোগিতামূলক মনোভাব নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। তরুণদের মেধার সঠিক ব্যবহার ও যুগোপযোগী প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনতে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ।”

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “বাংলাদেশ জ্ঞান ও প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে অনেক দূর এগিয়েছে। আমরা এটিকে বিশ্বমানের করতে কাজ করে যাচ্ছি। জ্ঞান ও মেধায় বিশ্বের সঙ্গে তাল মেলাতে যা যা করার দরকার, সবকিছু এই সরকার করবে।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!