• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘স্যাংশন-ভিসা নীতি নিয়ে সরকারের মাথা ব্যথা নেই’


নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৩, ০৬:৪১ পিএম
‘স্যাংশন-ভিসা নীতি নিয়ে সরকারের মাথা ব্যথা নেই’
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের স্যাংশন-ভিসা নীতি নিয়ে সরকারের মাথা ব্যথা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, “আমেরিকার স্যাংশন বা ভিসা নীতি থাকবেই। যা আগেও ছিল, এখনো আছে। এগুলো নিয়ে সরকারের মাথা ব্যথা নেই। তাই নির্বাচন যথা সময়েই অনুষ্ঠিত হবে।”

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে নেত্রকোনার মোহনগঞ্জ আদর্শনগর পুলিশ তদন্তকেন্দ্র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

আমেরিকা আগেও কাউকে সহজে ভিসা দিত না জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, “যুক্তরাষ্ট্রের ভিসা নীতি তাদের অভ্যন্তরীণ বিষয়। তারা কাকে ভিসা দেবেন, দেবেন না এটা তাদের ব্যাপার। এখানে আমাদের কিছু বলার নেই।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “স্যাংশনে আইনশৃঙ্খলা বাহিনীর ভয়ের কিছু নেই। পুলিশ এখন স্মার্ট-দক্ষ বাহিনী। পাশাপাশি, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে সামলাচ্ছে, আদালতের নির্দেশ পালন করছে। তাই ভয়ের কিছু নেই।”

পরে আদর্শ নগরের শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের স্থাপিত শহীদ মিনারের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এসময় নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার ফয়েজ আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Link copied!