• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেষটা এমন হবে, ভাবিনি : পিটার হাস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৪, ০৫:৩১ পিএম
শেষটা এমন হবে, ভাবিনি : পিটার হাস
পিটার হাস। ছবি : সংগৃহীত

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস দায়িত্ব পালন শেষে ফিরে যাচ্ছেন দেশে। বিদায়ের মুহূর্তে তিনি বলেছেন, বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বের শেষটা এমন হবে, তা তিনি ভাবেননি। মঙ্গলবার (২৩ জুলাই) রাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লিংকডইনে ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। একই সঙ্গে বাংলাদেশের মিশন শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথাও জানান পিটার হাস।
পোস্টে হাস বলেন, “এভাবে বাংলাদেশ মিশন শেষ করতে হবে ভাবিনি। আমি যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছি। দূতাবাসের সব কর্মী, আমার সহকর্মী, পরিবার, বন্ধু ও বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা। বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”

  পিটার হাসের লিংকডইন পোস্ট
এই পোস্টের সঙ্গে মার্কিন দূতাবাসের একটি ফেসবুক পোস্ট যুক্ত করে দেন হাস। পোস্টটি বাংলাদেশে মার্কিন দূতাবাস কর্মীদের নিরাপত্তা সম্পর্কিত।  
উল্লেখ্য, ঢাকায় মার্কিন রাষ্টদূত হিসেবে ২০২২ সালের ১ মার্চ বাংলাদেশে এসেছিলেন পিটার হাস। রবার্ট মিলারের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। পিটার হাস একজন পেশাদার কূটনীতিক। এর আগে তিনি ভারতের মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি লন্ডন, বার্লিন, জাকার্তা ও ওয়াশিংটনে বিভিন্ন পদে কাজ করেছেন।

Link copied!