• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

কার্টুনিস্ট শিখা আর নেই


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ৩১, ২০২৩, ০২:১০ পিএম
কার্টুনিস্ট শিখা আর নেই

প্রখ্যাত কার্টুনিস্ট শাহানারা নার্গিস শিখা (৪৪) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ মে) সকালে ঢাকার আহ্‌ছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জানা গেছে, ১৮ মে স্ট্রোক-পরবর্তী জটিলতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ২৯ মে নিবিড় পরিচর্যাকেন্দ্রে স্থানান্তর করা হয়। মঙ্গলবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সাবেক শিক্ষার্থী। তিনি কার্টুন আঁকতে শুরু করেন ছাত্রাবস্থায়। তিনি বিভিন্ন পত্রপত্রিকায় কার্টুন আঁকতেন। তিনি ছিলেন পেশাদার কার্টুনিস্ট।

Link copied!