রাজধানীর তেজগাঁওয়ে সন্ত্রাসীদের গোলাগুলিতে আহত মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্র শীল (৫২) মারা গেছেন।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ভুবন চন্দ্র শীলের মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার শ্যালক তাপস মজুমদার।
এর আগে শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টা থেকে পৌনে ১২টা পর্যন্ত ৩ ঘণ্টা ভুবনের মস্তিষ্কে অস্ত্রোপচার চলে। এরপর থেকে পর্যবেক্ষণে ছিলেন তিনি। তবে রোববার বেলা ১১টা থেকে তার অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসকেরা জানান, ভুবন চিকিৎসায় কোনো সাড়া দিচ্ছেন না।
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে তেজগাঁও শিল্প এলাকার বিজি প্রেসের সামনের রাস্তায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈদ ওরফে মামুনের প্রাইভেট কার লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে একদল সন্ত্রাসী। এ সময় মোটরসাইকেলে করে ওই পথ দিয়ে নিজ বাসায় ফেরার সময় মাথায় গুলিবিদ্ধ হন ভুবন।