• ঢাকা
  • সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩০, ৯ রমজান ১৪৪৬

মেট্রোরেল স্টেশনের পাশেই পড়ে ছিল মরদেহটি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৩:১০ পিএম
মেট্রোরেল স্টেশনের পাশেই পড়ে ছিল মরদেহটি
ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংলগ্ন মেট্রোরেল স্টেশনের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তথ্যটি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. রায়হান উদ্দিন।

মো. রায়হান উদ্দিন বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সোহরাওয়ার্দী উদ্যানে মেট্রোরেল স্টেশনের পাশে মরদেহটি পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় থাকত। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।”

মো. রায়হান উদ্দিন আরও বলেন, “মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।”

Link copied!