দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। আবহাওয়া অফিস জানিয়েছে, জেলাগুলোতে আরও দুইদিন এরকম তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
রোববার (৯ জুন) সকালে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেনের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ পূর্বাভাস জানানো হয়।
শনিবার (৮ জুন) চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন বেশকিছু এলাকাতেই তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপর, যা তাপপ্রবাহ হিসেবে গণ্য হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা ও বরিশাল বিভাগসহ রাজশাহী, পাবনা ও মাদারীপুর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ পরিস্থিতি রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
এ ছাড়া সারা দেশে রোববার দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তাপমাত্রা বাড়ার এ প্রবণতা সোমবার (১০ জুন) দিনেও অব্যাহত থাকতে পারে। তবে এদিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ পরিস্থিতি পরদিন মঙ্গলবার (১১ জুন) দিন ও রাতেও অব্যাহত থাকতে পারে।
এ পরিস্থিতিতে অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।