গতবার রমজানে দৈনিক ৫০০ থেকে ৭০০ মেগাওয়াট লোডশেডিং হলেও এবার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছেন গ্রাহকেরা। কারণ, বাড়তি চাহিদা মেটাতে আগে থেকেই পরিকল্পনামতো জ্বালানি আমদানিতে গুরুত্ব দিয়েছে সরকার।
২০২৪ সালে মার্চের মাঝামাঝি শুরু হয় রমজান মাস। বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে, ওই বছরের ১৪ মার্চ দিনের বেলায় সর্বোচ্চ লোডশেডিং ছিল ৫১৩ মেগাওয়াট। রাতে সর্বোচ্চ ছিল ৩০ মার্চ ৬৬৬ মেগাওয়াট। ওই দিন সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ছিল ১৩ হাজার ৩৫৩ মেগাওয়াট।
বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, চলতি বছর রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা নেয় অন্তর্বর্তী সরকার। এলএনজি, কয়লা, ফার্নেস অয়েল আমদানিতে অর্থের জোগান নিশ্চিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর তারা যান্ত্রিক ত্রুটি ছাড়া রমজানে লোডশেডিং না হওয়ার আশ্বাস দেন।
রমজানের শেষদিনগুলোতে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বিদ্যুতের চাহিদা বাড়বে বলে মনে করেন পর্যবেক্ষকেরা। লোডশেডিং মুক্ত রাখতে অতিরিক্ত উৎপাদনে সরকারের ওপর বাড়বে ভর্তুকির চাপ।