• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

যে কারণে সশরীর অফিস করতে পারছেন না অর্থমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ১৫, ২০২৪, ০৫:২৭ পিএম
যে কারণে সশরীর অফিস করতে পারছেন না অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ফাইল ফটো

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এজন্য তিনি সশরীর সচিবালয়ে অফিস করতে পারছেন না। তবে অনলাইনে মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

বুধবার (১৫ মে) দুপুরে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এবং অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান।

মাহমুদুল হোসাইন খান বলেন, “সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। তবে তার করোনা পজিটিভ হওয়ায় তিনি বৈঠকে উপস্থিত হননি। জুমে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন।”

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনা আক্রান্ত হলেও অর্থমন্ত্রী শারীরিকভাবে সুস্থ আছেন। তার মধ্যে তেমন কোনো উপসর্গ নেই।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!