• ঢাকা
  • সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ ১৪৩০, ১৩ রজব ১৪৪৬

সেই কনস্টেবল সুজন এখন কারাগারে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ০৮:৫৯ পিএম
সেই কনস্টেবল সুজন এখন কারাগারে

জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে যেসব পুলিশ সদস্যের গুলি চালানোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, তাদের মধ্যে কনস্টেবল সুজন হোসেন অন্যতম। মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (১২ জানুায়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এদিন, সকালে আসামি সুজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো আদেশ দেন ট্রাইব্যুনাল।

এর আগে, গত ১ জানুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় সুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে ১২ জানুয়ারি ট্রাইব্যুনাল হাজির করতে এবং ২৩ জানুয়ারি মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট চানখারপুলে বোরহানউদ্দিন কলেজের পাশে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে সুজনকে কখনো দাঁড়িয়ে আবার কখনো শুয়ে ছাত্র-জনতাকে লক্ষ করে গুলি করতে দেখা যায়।

এরপর গত ১৪ সেপ্টেম্বর সুজনকে আটকের বিষয়টি ডিবির পক্ষ থেকে জানানো হয়। হত্যা মামলায় অভিযুক্ত হিসেবে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

Link copied!