• ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০, ৩০ রমজান ১৪৪৬

‘স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করার পর হাত, পা ও ঊরুতে কুপিয়ে যায় সন্ত্রাসীরা’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৩:০৩ পিএম
‘স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করার পর হাত, পা ও ঊরুতে কুপিয়ে যায় সন্ত্রাসীরা’

রাজধানীর বনশ্রী এলাকায় দোকান থেকে ফেরার পথে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ারকে গুলি করেছে দুর্বৃত্তরা। এসময় তার কাছ থেকে ২০০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যাওয়া হয়।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪০ মিনিটে দোকান বন্ধ করে ডি ব্লকে বাসায় ফেরার সময় এ ঘটনা ঘটে।

মো. আনোয়ার বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সেখানেই তার সঙ্গে কথা হয় গণমাধ্যমের। সেখানে তিনি বলেন, তার দুই ঊরুতে দুটি ও অণ্ডকোষের নিচে একটি গুলি লাগে। হাত, পা ও ঊরুতেও সন্ত্রাসীরা কুপিয়ে আহত করে রেখে যায়। পরে স্বজনরা রাতেই তাকে হাসপাতালে ভর্তি করেন।

আনোয়ার বলেন, “বাসার গেটে মোটরসাইকেল রাখামাত্র তিনটি মোটরসাইকেলযোগে সাতজন এসে আমাকে গুলি করে। তখন আমি দৌড়াতে থাকি। তারা মোটরসাইকেল নিয়ে ব্যারিকেড দিয়ে সোনাসহ টাকার ব্যাগটি ছিনিয়ে পালিয়ে যায়।:

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, ওই ব্যবসায়ীর দোকান বনশ্রী ডি ব্লকে। প্রতিদিন তিনি দোকান থেকে রাতে বাসায় ফেরেন। বাসায় যাওয়ার সময় তাকে তিনটি মোটরসাইকেলে করে আসা সন্ত্রাসীরা ঘিরে ধরে। এ সময় তার কাছে থাকা স্বর্ণালঙ্কার লুট করা হয়।

ওসি আতাউর রহমান আরও বলেন, আনোয়ারকে লক্ষ্য করে তারা গুলি ছোড়ে এবং ছুরিকাঘাত করে। তার শরীরে গুলি ও কোপের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক বা চিহ্নিত করা যায়নি।

Link copied!