তৈরি পোশাক কারখানা-সংশ্লিষ্ট ২৪০টি গ্রুপ অব কোম্পানি বন্ধ করে মালিকেরা চলে গেছেন বলে দাবি করেছেন আলোচিত নায়ক ও গার্মেন্টস মালিক অনন্ত জলিল। এদিকে তার এই দাবি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সাভারের হেমায়েতপুরে অনন্ত জলিলের মালিকানাধীন এজেআই এবং এবি গ্রুপে সাম্প্রতিক সময়ে শ্রমিক অসন্তোষ, কারখানায় ভাঙচুর এবং কর্মকর্তাদের মারধরের প্রতিবাদে বুধবার আয়োজিত সংবাদ সম্মেলন করেন অনন্ত জলিল।
এ সময় অনন্ত জলিল বলেন, ‘বিজিএমইতে যদি ৯৮ শতাংশ ভালো থাকে তাহলে ২ শতাংশ লোক আছে, যারা এই শ্রমিক নেতাদের সাথে মিশে লিড দেওয়ার চেষ্টা করে, দলাদলি করার চেষ্টা করে। গার্মেন্টস কোনো রাজনীতির বস্তু না। এটা ইন্ডাস্ট্রি, এইটা কোনো রাজনীতির খেলার মাঠ না।’
গার্মেন্টস মালিক অনন্ত জলিল অভিযোগ করে বলেন, ‘বাংলাদেশটাকে অচল করার জন্য যারা এর নেতৃত্ব দিচ্ছেন, তারা নিজেরাও জানেন না তারা কত বড় ক্ষতি করছেন তাদের নিজেদের, দেশের এবং মানুষের। আর এই শ্রমিক ভাইয়েরা তাদের (যারা ক্ষতি করছে) কথায় আনন্দ করে করে ফ্যাক্টরি ভাঙচুর করতেছে, অগ্নিসংযোগ করতেছে। কয়দিন পর তারা কী খাবে তারা নিজেরাও জানে না।’
অনন্ত জলিল দাবি করে বলেন, ‘২৪০টি গ্রুপ অব কোম্পানি বন্ধ করে চলে গেছেন (মালিকেরা)। লাখ লাখ লোক বেকার হয়ে গেছে। এই লাখ লাখ লোক বেকার হওয়াতে বাংলাদেশে এখন ছিনতাই বেড়ে গেছে, সন্ত্রাসী বেড়ে গেছে। আমার ইন্ডাস্ট্রি যদি এইখানে বন্ধ হয়ে যায়, এই ১২ হাজার লোকের যে কত লোক এইখানে সন্ত্রাসী হয়ে যাবে কল্পনাও করতে পারবেন না।’
এদিকে ২৪০টি গ্রুপ বন্ধ হয়ে গেছে বলে ব্যবসায়ী অনন্ত জলিল যে দাবি করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার রাতে তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ কথা বলেন।