• ঢাকা
  • শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০, ১১ রজব ১৪৪৬

তাপমাত্রা বাড়ার আভাস দিল আবহাওয়া অফিস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৫, ১১:১৭ এএম
তাপমাত্রা বাড়ার আভাস দিল আবহাওয়া অফিস
ছবি : সংগৃহীত

দেশের ৯ জেলায় বইছে শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার পাঁচ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যায়। শুক্রবার (১০ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আবহাওয়া অধিদপ্তর বলছে, দুই দিনের মৃদু শৈত্যপ্রবাহের পর শনিবার (১১ জানুয়ারি) থেকেই বাড়তে পারে তাপমাত্রা।

বৃহস্পতিবার থেকেই দেশের পাঁচ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। সেই জেলাগুলো ছিল রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা।

বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছীতে—৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়—৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

দুই দিনের শৈত্যপ্রবাহের পর শনিবার থেকে দেশের গড় তাপমাত্রা বেড়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তররে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম। শনিবারের তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

Link copied!