• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

সব দলকে নিয়ে সরকার গঠন করতে চান তারেক রহমান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৪, ০৯:৫৪ পিএম
সব দলকে নিয়ে সরকার গঠন করতে চান তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ফটো

দেশের সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে সরকার গঠন করতে চান বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, “দেশকে গড়তে হলে দল-মত নির্বিশেষে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে পারলেই দেশ পুনর্গঠন সম্ভব।”

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে দলের রংপুর বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষদের নিরাপত্তার ব্যবস্থা করবে। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য সব জায়গায় বিভেদ তৈরি করেছিল। এতে দেশের স্থিতিশীলতা নষ্ট হয়েছে। এ সময় বিএনপির প্রতি মানুষের আস্থা ধরে রাখতে হবে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “বাংলাদেশের জনসংখ্যা কোনোভাবেই ২০ কোটির কম নয় বলে আমার ধারণা। ক্ষমতায় গেলে স্কুল পর্যায় থেকে কারিগরি শিক্ষার মাধ্যমে জনশক্তি তৈরি করব। যাতে দেশে কোনো বেকারত্ব না থাকে।”

এ সময় সরকার গঠন করতে পারলে গণ-অভ্যুত্থানসহ গত ১৫ বছরে নিহতদের স্মরণে স্থাপনা ও নিহতদের পরিবারের সদস্যদের যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্রীয়ভাবে চাকরি ব্যবস্থা করবেন বলেও জানান তারেক রহমান।

তারেক রহমান বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে গ্রাম পর্যায়ে জনসংখ্যা অনুপাতে দুই থেকে তিনজন করে রাষ্ট্রীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার জন্য প্রশিক্ষিত পল্লী চিকিৎসক নিয়োগ করা হবে। একই সঙ্গে স্বাস্থ্য বিষয়ে গণসচেতনতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সারা দেশে ৭০ হাজার নারী পল্লী চিকিৎসকসহ মোট এক লক্ষ পল্লী চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।”

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। এ জন্য জনগণের প্রত্যাশা অনুযায়ী যেভাবে চলা দরকার, সেভাবে চলুন। দেশ ও দেশের মানুষকে সামনে রেখে গত ১৫-১৬ বছর আমরা যে কথাগুলো বলেছি, সেই মোতাবেক কথার পালা শেষ, এখন কাজের পালা শুরু। কাজ শুরু করার সময় এসেছে।”

তারেক রহমান বলেন, “রাজনীতিতে সবচেয়ে বড় পুঁজি হচ্ছে জনগণের সমর্থন। এই সমর্থনকে যেকোনোভাবে আমাদের পক্ষে রাখতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী আমাদের চলতে হবে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “হাতের পাঁচ আঙুল সমান না। ঠিক একইভাবে সব মানুষই একরকম না। আমাদের মধ্যে হয়তোবা কিছু কিছু মানুষ থাকতে পারে, আমাদের কিছু সহকর্মী থাকতে পারে, যারা কিছু বিষয়ে বিভ্রান্ত হয়ে গিয়েছে। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে গত তিন-চার মাসে আমাদের কিছু কিছু সহকর্মী, নেতাকর্মী বিভ্রান্ত হয়েছেন। এই বিভ্রান্তির কারণে তারা এমন কিছু কাজ করছে, যে কাজগুলো মানুষ পছন্দ করছে না।”

তারেক রহমান আরও বলেন, “আজকে আপনাদের পরিষ্কার একটি কথা বলি, আপনার লক্ষ্য যদি অন্য কিছু হয়ে থাকে, দলের আদর্শকে রক্ষার লক্ষ্য যদি না হয়ে থাকে, দুই দিন পরে আপনি ছিটকে পড়ে যাবেন। দল থেকে ছিটকে পড়ে যাবেন, মানুষের সমর্থন থেকে ছিটকে পড়ে যাবেন।”

Link copied!