বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবাহান সানভীরকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যে ২১ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে দুদকের করা মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আটজন। এতে এখন আর তারেক রহমানের দেশে আসতে আর বাধা রইল না বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকার বিশেষ জজ-৩ আদালতের বিচারক মো. আবু তাহের এ রায় ঘোষণা করেন।
মামলার অপার আসামিরা হলেন, তারেক রহমানের তৎকালীন এপিএস মিয়া নুর উদ্দিন অপু, কাজী সালিমুল হক কামাল, আহমেদ আকবর সোবহান, সাফিয়াত সোবহান, সাদাত সোবহান ও আবু সুফিয়ান।
মামলার রায় ঘোষণার পর তারেক রহমানের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার ও লুৎফুজ্জামান বাবরের আইনজীবী বোরহান উদ্দিন বলেন, “এই মামলার সাক্ষীরা কেউ আট আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেয়নি। মামলাটি ছিল পুরো বানোয়াট। মামলা থেকে খালাস পাওয়ার মধ্যে দিয়ে তারেক রহমানের দেশে আসার আর কোনো বাধা নেই।”
তৎকালীন দুদকের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করে ক্ষতিপূরণের চাওয়া হবে বলেও জানান আইনজীবীরা।